Razzak Vila, House-8/A/Ka (4th Floor), Road-13(New), Dhanmondi, Dhaka.

রানা প্লাজা ধসের ৭ বছর স্মরণে ও কোভিড-১৯ পরিস্থিতিতে শ্রমজীবি মানুষের কল্যান ও সচেতনতায় বিলস এর কার্যক্রম

রানা প্লাজা ধসের ৭ বছর স্মরণে ও কোভিড-১৯ পরিস্থিতিতে শ্রমজীবি মানুষের কল্যান ও সচেতনতায় সেই সময়ের বিপর্যয়কর পরিস্থিতি মোকাবেলায় সকল মানুষের ঐক্যবদ্ধ প্রয়াসের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বর্তমান পরিস্থিতি মোকাবেলায় শ্রমজীবি সহ সকল মানুষকে এয়ে আসার আহবান জানিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলস।  এ উপলক্ষে একটি প্রচারপত্র তৈরী করে তা ওয়েবসাইট ও সোশাল মিডিয়াতে প্রকাশ করেছে বিলস।

এ ছাড়া বৈশ্বিক মহামারী করোনা মোকাবেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী’র সর্বশেষ ৩১ দফা নির্দেশনার দফা নং-২৯ অনুযায়ী শিল্প কারখানার উৎপাদন প্রক্রিয়া চলমান রাখার ক্ষেত্রে শ্রমিকদের জন্য উপযুক্ত স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের গৃহীত পদক্ষেপসমূহ, চলমান কার্যক্রম এবং কর্মপরিকল্পনা সম্পর্কে জানতে চেয়ে মহাপরিদর্শক (অতিরিক্ত সচিব) কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর বরাবর একটি চিঠি প্রেরণ করেছে বিলস।
বিলস এর মহাসচিব নজরুল ইসলাম খান স্বাক্ষরিত এই  চিঠিতে বৈশ্বিক মহামারী করোনা মোকাবেলায়  মাননীয় প্রধানমন্ত্রী’র সর্বশেষ ৩১ দফা নির্দেশনা এবং গৃহীত পদক্ষেপসমূহ শ্রমিকদের মনে আশার সঞ্চার করেছে বলে আশা প্রকাশ করা হয়। এছাড়া শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তা, সুষ্ঠু শিল্প-সর্ম্পক নিশ্চিতকরণ, শ্রমিকদের করণীয় নির্ধারণ ও মানবিক সহায়তা নিশ্চিতকরণের লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সমন্বয়ে ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি গঠন এবং উৎপাদন প্রক্রিয়া চালু রাখতে ‘উপযুক্ত স্বাস্থ্যবিধি’ নিশ্চিতকরণের প্রতিশ্রুতিকেও  গুরুত্বপূর্ণ ও যথাযোগ্য দিক নির্দেশনা বলে এতে উল্লেখ করা হয়।

তবে, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পক্ষ থেকে প্রয়োজনে ‘উপযুক্ত স্বাস্থ্যবিধি’ মেনে শিল্পকারখানার উৎপাদন প্রক্রিয়া চলমান রাখার নির্দেশনা প্রদান করা হলেও এ বিষয়ে সুস্পষ্ট কোন কর্মপরিকল্পনা, দিক-নির্দেশনা ও নীতিমালা পাওয়া যায়নি উল্লেখ করে এক্ষেত্রে, ‘উপযুক্ত স্বাস্থ্যবিধি’ বলতে কি আইনে বর্ণিত প্রচলিত স্বাস্থ্যবিধি না কি বিশেষ কোন স্বাস্থ্যবিধি বিষয়ে বলা হয়েছে তা জানার আগ্রহ প্রকাশ করা হয়। এছাড়া,উৎপাদন প্রক্রিয়ায় জড়িত মালিক, শ্রমিক ও কর্মকর্তাদের সুরক্ষা নিশ্চিতকরণে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পক্ষ থেকে গৃহীত পদক্ষেপসমূহ, চলমান কার্যক্রম এবং কর্মপরিকল্পনা সম্পর্কে জানানোর জন্য চিঠিতে বিশেষভাবে অনুরোধ করা হয়।